নিউটন
ম য়ূ খ হা ল দা র
তাকে খুঁজতে খুঁজতে একদিন চলে যাবো
হিম কুয়াশা পেরিয়ে
নিশ্চিত জানি
তবু হবে না দেখা এ আমার পাগলামি
ডানায় রেখেছি তুলে পাঁজরের হাড়
খসে যাবে পালক ভেঙে যাবে পাড়
শুধু একাকিত্বের কাছে ফিরে ফিরে আসা
অন্তহীন জতুগৃহে
আত্মজন পরবাস
বেগুনি শিশিরের বুকে সোনালি চিলের দাঁত
তারপর কেউ নেই কিছু নেই
পাশাপাশি আমি আর শূন্যতা নেশাতুর নির্বেদ
হাওয়ায় দুলছে নদীর আঁচল
আত্মার ভেদাভেদ
খোলা আকাশের নিচে কতবার হারাবে তুমি
নিউটন
ধরা দাও
হিম কুয়াশা পেরিয়ে লীন হও
Comments