রবি স্মরণে দেবার্ঘ সেন
প্রতিদিন
দেবার্ঘ সেন

হারানোর পদবি কি, তা ঠিক জানা নেই।
ভেঙে পড়ার শব্দ শুনতে শুনতে, বড় ক্লান্ত চারপাশ।
হিমবাহ গলছে, স্তূপ স্তূপ শোক।
কি প্রাকৃতিক কিই বা কৃত্রিম
সব নিয়ে আজ তুমুল সংশয় ---
এরই মাঝে লাগামছাড়া অরাজকতা।
নিষ্ক্রিয়-এর জামা পরে হন্যে হয়ে ছুটছে
অবশিষ্ট শ্বাস!
প্রাণবন্ত দূরত্বে আমরা আজ শুধুই একাকী।
রবীন্দ্রনাথ, আপনি ক্ষমা করবেন ওঁদের
ওঁরা জানে না
আপনিই যে আমাদের
প্রতিদিনের প্রতিষেধক।