সঞ্চিয়তার ওপর ডেয়ারি মিল্কের প্যাকেট
দেবার্ঘ সেন
যুদ্ধের ওপর
যা কিছু এসে বসছে আজ
তাকেই চোখ ধাঁধানো বলে।
আমাদের ঘাড় বেয়ে নেমে যায় রাজনৈতিক ঘাম।
উপদ্রুত ঘামের সাথে মিশে যায়
সাইকাডেলিক প্রভাব।
সেই প্রভাবে ভেঙে যায় শৃঙ্খল আপসোস,
আপসোস ভেঙে গেলে যাদের চোখ জ্বালা করে
আমি তাদেরই একজন,
পায়ের ওপরে মাটি সাজাই
অপরিহার্য ধুলো সরিয়ে..
ঘুরে ফিরে যায় বিস্তর বিজ্ঞাপন,
ডেয়ারি মিল্কের প্যাকেটটা
ধীরে ধীরে এসে পৌঁছোয় সঞ্চয়িতার ধারে..
Comments