আমি আমার মতো
চন্দ্রা শীল
চিরদিনই করেছো তুমি বিচার আমার ,
কেনো হইনি আমি সবার মনের মতো ?
বোঝোনি তোমরা ভূমিষ্ঠের পর থেকেই ছিলাম আমি নিজের মতো ।
পারোনি বদলাতে তোমরা ঘুন ধরা মানসিকতা ,
বাঁচাতে নিজেদের মান রক্ষা করেছো সামাজিকতা ।
বোঝোনি তখনো তোমার ঔরসে জন্ম নেওয়া ওই নতুন প্রাণ ই হতে পারে একদিন তোমাদের ভরসার ছাতা ।
এসেছিলে ফেলে তোমরা
সেদিন আস্তাকুঁড়ের আবর্জনায় ,
বোঝোনি সেদিন লিখেছিল বিধাতা অন্যকিছু আমার ভাগ্যের খাতায় ।
বদলেছে সময় ,বদলেছে যুগ,
কেটেছে দুঃখ , হানা দিয়েছে সুখ ।
যে আস্তাকুড়ে ছিলাম পড়ে,
নিয়েছি দায়িত্ব আজ ,
সেই জায়গায় যেন কেউ না মরে ।
পালেনি যারা , বোঝেনি তারা ,
জন্ম দিলেই হয় না দায়িত্ব সারা ।
আমি ও ছিলাম সেদিন ফুটন্ত
দেব শিশুর মতো ।
আমার লিঙ্গ পরিচয় হবে না
কোনো বাঁধা বাঁচার জন্য ,
বোঝেনি ওরা , ভাবেনি ওরা ,
আমি ও ছিলাম ঠিক আমার মতো ।
Commentaires