স্বাধীনতা তুমি দীপঙ্কর বেরা স্বাধীনতা তুমি বড়ই নিঠুর মানুষ হারানো দুখ উদার আকাশে মুক্ত বাতাসে নিঃশ্বাস ভরা সুখ। স্বাধীনতা তুমি অর্জিত বাসা ছিনিয়ে নেওয়া ভূমি মানুষে মানুষে অধিকারে গড়া জীবনের বাঁচা তুমি। স্বাধীনতা তুমি কত রক্তের বিনিময়ে পাই দেশ নিজেদের মত খুশির সীমানা বলে আহা বেশ বেশ। স্বাধীনতা তুমি স্বজন হারানো মায়ের চোখের জল গাছের শাখায় পাখিদের গানে ফোটা ফুল আর ফল।
স্বাধীনতা তুমি সংগ্রামী পথে মানুষের পথ চলা সবাই সমান অধিকারে পায় প্রাণ খুলে কথা বলা।
Comments