সময়ের পুতুল
মনোরঞ্জন দাস
চারিদিকে ডামাডোলে বেশ ভালো চলছে
লোক বেশি যেই দিকে মাথা নেড়ে বলছে।
ঠিক ঠাক নাই থাক্ এতো ভেবে লাভ কি
তার চেয়ে বেশ আছি চুনোপুঁটি ভেটকি!
চটপট বড়লোক হতে গেলে কি চাই
মাথা নেড়ে সায় দিলে হাতে কাছে তা পাই
লাশকাটা ঘরে লাশ হয়ে যায় জ্যান্ত
মায়াবলে নানা ছলে খেলা হয় ক্ষান্ত।
জ্ঞানপাপী লোক বটে নাহি চটে তর্কে
যাবে চলে রসাতলে নাহি যাবে স্বর্গে
বিধি বাম ঝরে ঘাম দড়ি ছিঁড়ে দোলনা
বাতাসেতে তাই নড়ে ধর্মের কল না ?
ফিরে আসে ঘুরে-ফিরে সময়টা চক্র
ঘুরপাকে চলে বাঁকে ভাগ্যটা বক্র।
দিনগত মাথানত শেষকালে জব্দ
প্রাণবায়ূ উড়ে আয়ু হয়ে যায় স্তব্ধ।
Comentarios