top of page
Search

রামধনু ।। ২৫তম সংখ্যা ।। কবিতা ।। অগ্নিভ নিয়োগী


প্রেমের জলে

অগ্নিভ নিয়োগী


অজয়ের আজ খুব প্রেম প্রেম পাচ্ছে।

আদিপর্বের বৃষ্টি এসে লাগছে ওর গায়ে,

শিহরিত ধমনী, উপশিরা, স্নায়েন্দ্রিয়

স্বয়ং-সুখেই সুখী হতে চায় অজয় ।


প্রেমের গল্পে শুধু ছেলে আর মেয়েই কেন হয়?

বিশালকে তো ওর খুব ভালো লাগে

মহাশূন্যের অন্ধকার ভেদ করে, রংধনুর আলোয় নিজেকে খুঁজে পেতে চায়।



হাতের ওপর হাত রেখে ময়দানে, গোলপার্কের মোড়ে দাঁড়িয়ে ফুচকায়,

লেকের ধারের সন্ধে ওদের চেনে যাদবপুরের ভিড়ে শান্তির খোঁজ পায়।


রোলের ফেলে দেওয়া কাগজে লেখা আছে ওদের চোখের জল প্রেমের গল্পে শুধু মেয়ে আর ছেলে

বানের জলে ভেসে চলেছে লক্ষ লক্ষ অজয়-বিশাল।



14 views0 comments
bottom of page