পরাধীন স্বাধীনতা
অজিত কুমার জানা
সাদামাটা খুচরো দিন,
স্বপ্নের যাতায়াত প্রশস্ত পথ।
ঝরাপাতা চাইছে চারিদিক,
কান্নার মানদণ্ড অশ্রুজল।
ডাক আসে স্বপ্নের চিঠি,
পুড়ে যায় অস্তিত্বের পাঁজর।
অকারণ অন্ধকার সকাল,
তপ্ত বালু বৃষ্টি খুঁজে।
এগিয়ে আসে ঘাটতি ঋণ,
নজর পুড়ে ইচ্ছে হাওয়ায় ।
এলোমেলো মাথার চুল,
দর্পণেতে ঘাপটি খায়।
সাজপর্ব চুপচাপ খুলে অনুষ্ঠান,
শ্যাওলা ধরা স্বপ্নগুলো,
প্রতিশ্রুতির পোশাক পরে,
চুমু খায়, পরাধীন স্বাধীনতায়।
Comments