top of page
Search

রামধনু ।। ২৫তম সংখ্যা ।। কবিতা ।। অঞ্জলি দে নন্দী, মম


গর্বের মাস জুন

অঞ্জলি দেনন্দী, মম

গর্বের মাস জুন।

জন্মেছেন অনেকজন।

যাঁদের আছে অনন্ত গুণ।

তাঁরা সকলেরই আপনজন।

আমরা তো সকলেই জন্ম নিয়েছি।

তাঁদের মত কি জগৎকে দিয়েছি ?

উজাড় করা তাঁদের অবদান।

প্রাণ তাঁদের মহান।

শ্রী হেমন্ত মুখোপাধ্যায়, তাঁদের মধ্যে একজন।

দান করেছেন যিনি তাঁর অমূল্য সংগীত ধন।




3 views0 comments
bottom of page