গর্বের মাস জুন
অঞ্জলি দেনন্দী, মম
গর্বের মাস জুন।
জন্মেছেন অনেকজন।
যাঁদের আছে অনন্ত গুণ।
তাঁরা সকলেরই আপনজন।
আমরা তো সকলেই জন্ম নিয়েছি।
তাঁদের মত কি জগৎকে দিয়েছি ?
উজাড় করা তাঁদের অবদান।
প্রাণ তাঁদের মহান।
শ্রী হেমন্ত মুখোপাধ্যায়, তাঁদের মধ্যে একজন।
দান করেছেন যিনি তাঁর অমূল্য সংগীত ধন।
Comments