বিশ্বাস - অবিশ্বাস
আশিক ফয়সাল
পড়লে ঝরে গাছের থেকে পাতা
হয় না তাদের দেখা কভু ফের
মন থেকে ঠিক বিশ্বাসও হারালে
বাড়তে থাকে বিচ্ছেদেরও ঘের ।
গড়তে লাগে সময় রাশি রাশি
ভাঙ্গে হৃদয় একটু খানিতেই
অবিশ্বাসে বাস করেনা সুখ
অবিশ্বাসে ভালোবাসা নেই ।
নিশ্বাস নিয়ে মানব দেহ বাঁচে
বিশ্বাস নিয়ে বাঁচে মানব মন
মন থেকে সেই বিশ্বাস হারালে
মানব দেহ বাঁচে কতক্ষণ ?
Comentarios