রামধনু ।। ২৫তম সংখ্যা ।। কবিতা ।। গোবিন্দ মোদক
- agantukpotrika
- Jun 30, 2022
- 1 min read

আমার মনের কোণের বাইরে ....
গোবিন্দ মোদক
ছোটবেলায় অতসীপিসির স্নো-পাউডার
চুরি করে মেখেছিলাম বলে পিসি রাগ করেনি ;
বরং আমার তলপেটের অনেকটা নীচ পর্যন্ত হাত চালিয়ে
আঁতিপাতি খুঁজেছিল এবং তারপর হতাশ হয়েছিল।
একটু বড়োবেলায় নির্জন দুপুরে
কমলবৌদি আমাকে চোখ ঠেরে ডেকেছিল।
তখন বাইরে অবিশ্রান্ত মুষলধারা,
ঘরের ভেতর নির্জনতা আর আমি !
কমলবৌদিও আমার তলপেটের অনেকটা নিচে
হাত রেখে কি যেন খুঁজেছিল
এবং একসময় হতাশ হয়ে
আমাকে দূর-দূর করে তাড়িয়ে দিয়েছিল বৃষ্টির মধ্যেই !
আজ আমি এর কারণ সম্যক জানি।
কিন্তু কি করে বোঝাবো যে ছোটবেলা থেকেই
ফ্রক, ফিতে, আলতা, টিপ, পাউডার,
নেইল-পালিশ কিংবা চুড়ির প্রতি আমার তীব্র মোহ !
আমার ভালো লাগে পুরুষের সাহচর্য।
ছেলেদের গায়ের গন্ধে আমি বিমোহিত হই।
অথচ আমার নাম শাশ্বত দত্তগুপ্ত !
আমি শাশ্বতী দত্তগুপ্তা হবার স্বপ্ন দেখি আজকাল।
Comments