
জুনের ডায়েরি
তৈমুর খান
“It was June, and the world smelled of roses. The sunshine was like powdered gold over the grassy hillside.” — Maud Hart Lovelace
জলকল্লোলের কাছে ভাসিয়েছি আমার মুগ্ধতা
আকাশ নেমেছে মাথায়, বৃষ্টিফুলে চুম্বন লেগে আছে
উষ্ণ আবেগে শিস ওঠে, ঘাসে ঘাসে সবুজ আবির লেগে যায়
অনুভূতির মীনগুলি সাঁতার কেটে ফেরে
শালুক-পদ্মের ঝোপে হারানো চিকন স্বপ্নগুলি
উঁকি দিয়ে যায় বারে বারে, লুকোচুরি খেলে
গার্হস্থ্য বিকেল ডুবে যায়,পরকীয়া মেঘে সূর্য ঢেকে ফেলে
বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার
অন্ধকারে স্মৃতির মুখগুলি মনে পড়ে
হাত-পা ধুয়ে পুকুর ঘাট থেকে উঠি
ছাদের গোলাপ রাঙা ঠোঁটে চেয়ে থাকে
চেয়ে চেয়ে কী কথা বলতে চায়? কী কথা?
কথা হয় না। জানালার পাশে একাকী রাত জেগে
চেয়ে থাকি দূরে, বহু বহু দূরে
আমার বিরহপুরে যদি চিঠি আসে! যদি ফোন বাজে!
খুব ভালো কবিতা পড়লাম দাদা