top of page
Search

রামধনু ।। ২৫তম সংখ্যা ।। কবিতা ।। মঙ্গলময় সিংহ

agantukpotrika

স্মৃতিকথা মঙ্গলময় সিংহ আমরা সবাই চাই,নতুন জায়গায় যেতে; পিছনে ফেলে আসা,সব স্মৃতিতে রেখে এরই মধ্যে কিছু আনন্দ,দুঃখ,মজা এগুলো সব স্মৃতি বন্ধী করে। আমাদের এগিয়ে যেতে হবে ভবিষ্যতের দিকে, তাই দিনটি কষ্টদায়ক হলেও, অন্য দিক থেকে দিনটি সুমধুর। তাই মন ভারাক্রান্ত না রেখে, সামনে উজ্জ্বল লক্ষের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এই অল্প সময়ে,আসে কিছু নতুন মুখ। তারাও থেকে যায় হৃদয়ের মণিকোঠায়। সামনে যে সুবৃহৎ পথ, সেটি ভুলে চলবে না, আপন খেয়ালে এগিয়ে যেতে হবে, দূর সমুদ্রের বহমান দেশে। প্রবেশ করলে প্রস্থান অনিবার্য। তাই মন বিষাদগ্রস্ত না রেখে, সবকিছু নিয়মমতো মেনে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে পরবর্তী এক ধাপ লক্ষ্যের দিকে। কারণ আমাদের যে নিজের পায়ে দাঁড়াতে হবে।




8 views0 comments

Comentarios


bottom of page