রামধনু ।। ২৫তম সংখ্যা ।। কবিতা ।। সুতপা ব্যানার্জী(রায়)
- agantukpotrika
- Jun 30, 2022
- 1 min read

ছুটন্ত সময় সুতপা ব্যানার্জী(রায়) সময়ের স্রোতের উল্টো পথে যেতে চাই, যেখানে একটা মিষ্টি শৈশবের ছবি, ফ্রেমবন্দী হয়ে রাখা আছে বহুদিন, নাগরদোলার চরকিতে ভোঁ ভোঁ। সময়ের সাথে ভেসে পেছনে যেতে চাই, যেখানে পুকুরে সারি সারি পদ্ম ফুটে, কচুপাতায় আটকে আছে বৃষ্টির জল, ব্যাঙের গ্যাঙর গ্যাং, ছপাৎ ছপাৎ।
সময়কে থামাতে চাই বড্ড ছুটছে, তালগাছের সারি,বটতলা,রথতলা, বড় তাড়াতাড়ি যে পেরিয়ে যাচ্ছে, জীবনের সব রঙ শুষে নিয়ে বিবর্ণ করছে।
সময়কে হাত দেখালাম, বললাম-"দাঁড়া,"
আমার মেয়েবেলাটা ধরতে চাই আয়,
হাতের আলগা মুঠোয় সে চলে গেল,
আমায় অবিশ্বাস্য রকম পরিণত করে।
Comments