top of page
Search

রামধনু ।। ২৫তম সংখ্যা ।। কবিতা ।। হামিদুল ইসলাম


অবন্তিকা

হামিদুল ইসলাম।

যে কলমের আঁচড়ে কেঁপে উঠে

জালিয়ানবাগ আর ঘুমন্ত মানুষ

জাগাও আগুন

আগুন ।।

চিতার আগুনে হৃদয় পোড়ে

ছাইয়ের ভেতর খুন

মাইকেল ডায়ার। তুমি দেখেছো মানুষ

দ‍্যাখো নি জীবন ।।

বাতাসে গার্হস্থ‍্য ধ্বনি

রোমকূপে ওম

নিষ্ঠুর শাসন শোষণ

অবহেলিত ইস্তেহার। অবরুদ্ধ প্রাণ ।।

শেষ রাত। স্বপ্নরা ভাসে

হু হু প্রাণ

সাজানো মড়াই

কবিতার বীজ ধান। আগুন পোড়া উৎসব ।।

ক্রমে খাঁচা ভাঙে

উড়ে যায় পাখি

ডায়ারের কবরে কান্না

তখনো কাফন ওড়ে মৃতের সমাধি অবধি ।।



5 views0 comments
bottom of page