রামধনু মন
পিয়ালী ত্রিপাঠী
তোমাদের ঝাঁ চকচকে রোল মডেলের এই মিথ্যে দুনিয়ায়
আমরা বাঁচি কিছু অসম্মানজনক মিম মডেল হয়ে।
তোমাদের রাস্তা দিয়ে পেরিয়ে গেলে "ছক্কা" টিটকিরি ধূমকেতুর মতো ধেয়ে আসে
তোমাদের ভদ্রসমাজে আমরা আইনত স্বীকৃত, বাস্তবে নয়।
তোমাদের যেখানে মুখোশে ঢেকে রাখতে হয় নিজেদের চরিত্র,
সেখানে আমরা সত্যকে আলিঙ্গন করে হই দাগী অপরাধী।
তোমরা যেখানে গর্ভে ধারণ করো নিজেদের অংশকে,
আমরা সেখানে অবলীলায় অন্যের সন্তানকে মনপ্রাণ দিয়ে আগলে রাখতে পারি।
"কেউ কথা রাখেনি" -এর শহরে এই আমরাই কথা রাখি-
একে অন্যের পরিপূরক হয়ে কাটিয়ে দিতে পারি আজীবন।
আসলে নির্দিষ্ট সময় পরে শরীরের আয়ু ফুরিয়ে যায়,
কিন্তু রামধনুর মতো রঙিন মনের আয়ু ফুরায় না কখনো।
Comments