কিশোরবেলার নদী
তোমার কাছে। সেই ছেলেটির কিশোরবেলার নদী পড়ে আছে। আজ তার চুল পাকা ধান। এখনও তিনি রাত্রিবেলা জেগে চুপিচুপি স্মৃতির নদীতে শরীর ভাসাতে যান।
সৌভিক গুহসরকার
"আগন্তুক"..নামেই জড়িয়ে থাকে কৌতূহল,জিজ্ঞাসা,আগ্রহ হয়তো বা প্রচ্ছন্ন প্রেম।যাঁকে নতুন করে চিনব।অক্ষরের ব্যপ্তিতে।শব্দ বন্ধনে।নতুন চিরদিনই নতুন থাকে না।সেও আসে।দ্যাখে।জয় করে।পুরোনো হয়।অভিজ্ঞতায়।অনুভবে।
ভালবাসা রইল আগন্তুক।যে সময়ে তুমি এলে,তা বড় কঠিন।যুদ্ধের।তুমি ঐশ্বরিক বার্তা নিয়ে এসো।সুসময় বা সুসংবাদের আলো তোমার হোক।প্রাণের হও তুমি।প্রার্থনা করি।
ভাল থেকো।রেখো।
উপাসনা
Comments