top of page
Search
agantukpotrika

শ্যামাপূজা সংখ্যা ।। অণুগল্প ।। আবীর রায় চৌধুরী


চাওয়া

আবীর রায় চৌধূরী


" দেখ্ ভালোবাসি বলেই বিয়ের পরও দেখা করতে এলাম , আর তোর হাতে কাজ ছিল না ,আমি কি করব বল্  , সেজন্যই...."

প্রসেনজিৎ কিছু বলছে না দেখে , ওকে একটু ধাক্কা দিয়ে ,মধুমিতা বলে , শোন না ! ছেলেটা খারাপ না জানিস  , তোর কথা ওকে বলেছিলাম , ও তখন বলেছে সেক্টর ফাইভে  সেলসে হাজার দশেকের একটা চাকরি তোর জন্য করে দেবে ,  ওঁর তো ইন্জিনিয়ার হিসাবে সাত বছর..

" আমায় একটা অন্য জিনিস দিবি ? " ( কথার মাঝেই প্রসেনজিৎ বলে)

" নিশ্চয়ই , বল!"

অস্তগামী সূর্যের আলোয় মাখা , জোয়ারের গঙ্গার ঢেউ বারবার ঘাটের চাতালে ধাক্কা দিচ্ছে , সেদিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে, মধুমিতার দিকে তাকিয়ে প্রসেনজিৎ বলে , 

" একবার মন-প্রাণ থেকে  আমায় Sorry বলবি !!"



4 views0 comments

Comments


bottom of page