top of page
Search

শ্যামাপূজা সংখ্যা ।। অণুগল্প ।। সোমনাথ বেনিয়া


সত্তা

সোমনাথ বেনিয়া



বাজারে বেরিয়ে ছিলাম। যাওয়ার পথে দেখতে পেলাম একটা রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনার স্তূপে কিছু কুকুর খাবার খুঁজে খাচ্ছে। পাশাপাশি একটি পাগল গোছের লোক‌ও তাদের সঙ্গে মিলেমিশে খাবার খাচ্ছে। দৃশ‍্যটি দেখে খুব খারাপ লাগলো। রাগ‌ও হলো। পশুর সঙ্গে মানুষের সহবাস! অর্থাৎ ওই লোকটির মধ‍্যে পাশবিক সত্তা কাজ করছে। এই সমাজ তাকে বাধ্য করেছে? সে আর কুকুর আলাদা কিছু নয়! অথচ আমার কিছু করার নেই। যথারীতি বাজার করে বাড়িতে ফিরলাম।



   দুপুরে খাবার টেবিলে বসেছি। রান্নার পদগুলো দেখে বিরক্তি প্রকাশ করলাম। সব‌ই অপছন্দের খাবার আজ তৈরি হয়েছে। দেখে এত মাথা গরম হলো যে একপ্রকার খাবো না বলে উঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ সকালের সেই দৃশ্যের কথা মনে পড়লো। নিজের সত্তাকে মনে মনে পালটে ফেলতেই সব খাবার অমৃত হয়ে গেল ...






29 views0 comments
bottom of page