দীপাবলী
অঞ্জলি দে নন্দী, মম
দিল্লীতে দীপাবলী।
অনেক দীপ জ্বালি।
ভক্তি নিয়ে এ রাতটি পালি।
রাজধানীতে শ্রী গণেশ ও শ্রী লক্ষ্মীর পূজো হয়।
আমিও এখন তা-ই করি।
তবে আগে তো বঙ্গে ছিলুম।
তাই মা শ্রী কালী দেবীকেও পূজো করি।
অতীত ও বর্তমান একই রাতে রয়।
নিজেকে পুরোনো ও নতুনে ভরে নিলুম।
অমাবস্যা রাতে
অঞ্জলি দিই নিজহাতে।
ভক্তি মিশে থাকে তাতে।
আর থাকে দীপের আলো সাথে।
Comments