একা থাকা
উদয়ন চক্রবর্তী
এত ভিড় এত কোলাহল
তবুও সবারই একটা একা থাকা আছে
সবারই-নিঃশব্দে মুখোমুখি ,
যেমন মধ্য রাতের যুবতী জোৎস্নায়
মাঠের দু-প্রান্তের গোলপোষ্ট
নদী পারাপার ঘাটের দু-প্রান্তের
জীবনের ধূলো মাখা জেটির পাটাতন ,
অমাবস্যা রাতে নিশ্চুপ পাশাপাশি গাছেরা,
এ-সব একা থাকারও নিজস্ব কথা আছে।
যেমন সম্পর্কে শরীর একা থাকে কাজের অজুহাতে চঞ্চলতায়।
একা থাকারও একটা ভাষা আছে
যে ভাষারা দুর্বোদ্ধ কবিতার মত
একা শুয়ে থাকে খাতার পাতায়,
কবিরাও একা থাকে নিজের মত কোলাহলে
কবিতা খোঁজার অছিলায়।
Comments