সান্ত্বনা
কল্লোল জানা
কুয়াশায় রোদ আটকে যায় ।
ধোঁয়াটে বামন ঘর ।
ইস্ত্রি করা জামার বোতাম গুলো ছেঁড়া ।
ব্যয় করে ফেলি সব জিতে নেওয়া সম্পদ ।
সময় বালি-ঘড়ির টুঁটি টিপে ধরে ।
বর্তমান দীর্ঘায়িত হয় ।
নিয়তি ভ্রু নাচায় ।
অস্পষ্ট হতাশা ।
অদ্ভুত , অপ্রিয় কোলাহল ।
অপ্রয়োজনীয় তীব্র মুহূর্ত ।
অন্ধকার, কঠিন সময় ।
আনন্দ ,আলো,উষ্ণতা বঞ্চিত ।
সাহসী ডাকাত নয়, নেতৃত্বাধীন অন্ধ ভিক্ষুক হয়ে থাকি ।
আত্মা আত্মনির্ভর হতে পারে না ।
কুয়াশায় দূরদর্শিতা ঝাপসা হয়ে আসে ।
যখন আমি নিস্তেজ,দিশাহীন , একাকী -
প্রাণপণে খুঁজি মেঘমুক্ত আকাশ ।
হঠাৎ দেখি উন্মুক্ত সম্ভাবনা ।
অসীম প্রারম্ভে বুক ভরে অক্সিজেন নিই ।
চকচকে চোখে ,উজ্জ্বল সূর্যকে আরও উজ্জ্বল দেখায় ।
Comments