দীপাবলি
পিয়ালী ত্রিপাঠী
দীপাবলির আলোকমালায় ঝলমলে আজ চারিদিক-
অবুঝ মনের অন্ধকার, কুরে কুরে খায় আলো!
কালো কালির কলমে ধবধবে সাদা খাতায়
একের পর এক লেখা হয় অন্ধকারের শোকনামা।
নির্ঘুম চোখে দপদপ করে জ্বলে ওঠে লাল-নীল রঙিন দুনিয়া--
অন্যের আনন্দে সামিল হতে চাইলেই নিভে যায় প্রদীপ,
অথচ নিজের আনন্দকে ফানুসে বেঁধে উড়িয়ে দেওয়া হয়
কলম্বাসের মতো নতুন দেশ আবিষ্কারের নেশায়
যেখানে অন্ধকার ঘুচিয়ে বাঁচিয়ে রাখবে এক ফুলকি আলো,
আর সারি সারি জ্বলন্ত প্রদীপ স্বাগত জানাবে অভিশপ্ত জীবনকে...
Comments