![](https://static.wixstatic.com/media/db19e5_9b1401a599064b939b4e3fd7eeba3c6c~mv2.jpeg/v1/fill/w_980,h_711,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/db19e5_9b1401a599064b939b4e3fd7eeba3c6c~mv2.jpeg)
ক্রিকেটের মহারাজ
মানস দেব
ক্রিকেটের মহারাজ
ওগো তুমি সৌরভ ,
শুধু মা-বাবার নয়
সমস্ত বাঙালির তুমি গৌরব ।
দাদা স্নেহাশীষ - এর হাত ধরে
করেছিলে ক্রিকেট খেলা শুরু
আজ তুমি ক্রিকেটের হয়েছো মহাগুরু ।
ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে দেখিয়েছিলে
তোমার বাঁ - হাতি ব্যাটের জাদু
মাঝে স্বল্প কিছুদিন ক্রিকেটের ভাষায় দেখা দিয়েছিল ব্যাট প্যাচ
নিজেকে শুধরে নিয়ে সমালোচকদের গালে দিয়েছিল অদৃশ্য থাপ্পর ।
তারপর থেকে পিছু ফিরতে হয়নি কো কভু ।
দু - হাজার সাল ছিল তোমার স্বপ্নের সাল
ক্যাপ্টেন হিসেবে ধরেছিলে ভারতীয় ক্রিকেটের হাল ।
জীবনের ছড়ায় উৎরাই পথে হেঁটে ছিলে অনেক
মনের জেদের কাছে এখনো হওনি নিঃশেষ ।
অনেক দুঃসময়ে মনোবল রেখেছিলে অটুট
ভারতীয় ক্রিকেট টিমকে করেছিলে সবথেকে নিখুঁত ।
১৯৯৭ সালে পেয়েছিলে অর্জুন পুরস্কার
বাঙালি হিসেবে তোমায় শতকোটি নমস্কার ।
বাইশ গজের মাঠ যদিও দিয়েছো ছেড়ে
আপন যোগ্যতায় ভারতীয় ক্রিকেটের প্রেসিডেন্টের পদ নিয়েছো তুমি কেড়ে ।
তুমি আরো এগিয়ে চলো জীবনের পথে
সমস্ত বাঙালি আছি সদা তব সাথে ।
![](https://static.wixstatic.com/media/db19e5_d96e4d3a7f844c10a06d40ce77c71fe7~mv2.jpeg/v1/fill/w_980,h_651,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/db19e5_d96e4d3a7f844c10a06d40ce77c71fe7~mv2.jpeg)
Comments