top of page
Search

শ্যামাপূজা সংখ্যা ।। কবিতা ।। শুভঙ্কর বিশ্বাস


শেকড়

শুভঙ্কর বিশ্বাস


কত কি-ই তো স্বপ্নে দেখিনি -

গভীর রাতের পাহাড় চূড়ো,

অশ্বক্ষুরাকৃতি হ্রদ,

তুলসী তলার নিভন্ত প্রদীপ,

দাওয়ায় রাখা ফ্যান ভাত,





কত কি-ই তো স্বপ্নে দেখিনি -

সাতক্ষীরার ভিটে,

দাঙ্গা,

মাড়িয়ে যাওয়া বাসন কোসন,

ভাঙা সংসার,

হাছন রাজার গান,

কিছু মানুষের পায়ের তলায় শেকড় থাকে;

কিছু মানুষের পিঠের কাছে ডানা থাকে;

তাও তারা উড়ে যায় না -

কেবল বেড়ে ওঠে প্রাচীন বট গাছের মতোন...।।



15 views0 comments
bottom of page