Search

শ্যামাপূজা সংখ্যা ।। কবিতা ।। স্বপন কুমার নাথ


চৈত্রের বিকেল

স্বপন কুমার নাথ

তুমি কথা দিয়েছো সময় কে সাক্ষী কোরে


বিশ্বাস বাড়িয়েছে মনের  শক্তি


মনে লেগেছিল দোলা,
আজও তুমি ভেসে বেড়াও চৈত্রের বিকেলে


সুঘ্রাণ বেড়িয়ে আসে তোমার বিনুনি থেকে


মনের ভেতর চলে তোলপাড়।চোখ ভিজে আসে জলে


তুমি বেঁচে আছ আজও শশরীরে


মুগ্ধ হয়ে আছি তোমার ঠোঁটের কোনের হাসিতে.....
মন ভরে উঠতো তোমার পাগলামিতে


তোমার স্মৃতি ধরে আছি আঁকড়ে


ভাবনাগুলো আটকে থাকে কুয়াশার জালে।32 views0 comments