শ্যামাপূজা সংখ্যা ।। কবিতা ।। সুরঞ্জন মালিক

প্রাকৃতিক
সুরঞ্জন মালিক
ঠিক যেমন
সূর্যমুখী সূর্য চায়,
রজনীগন্ধা যেমন, রাতেই মেশায় মাধুরী।
কবিরা যেমন একাকী এক
বৃষ্টি-বাদল দিন খোঁজে,

শিশুরা মায়ের বুক।
শুকনো ঠোঁট যেমন খাদ্য চায়,
তৃষ্ণা যেমন জল
দেহের আলো, যেমন চায় দেহ
পাখিরা যেমন গাছের আশ্রয়,
তোমায় চাওয়া ঠিক তেমনই।
তোমাকে যে চাই, ভগবান চেয়েছেন বলে।