Search

শ্যামাপূজা সংখ্যা ।। কবিতা ।। হীরক মাইতি


এ ঘোর কাটার নয়

হীরক মাইতিশরীর মন সবই আচ্ছন্ন,


                          ঘোর কাটেনি এখনো!


শুয়ে আছি নিজের বিছানায় 


অথচ, তোমায় নিয়ে চলে যাচ্ছি..


                   সেই নদীটার তীরে,


তার কলকল জলের শব্দে আরো একটা সন্ধ্যা


কখনো তার তীব্র পাথুরে গর্জনে ভেঙে যাচ্ছে যত


চাপা অভিমান তোমার আমার।ছন্দে ফিরেও আরো কয়েকটা ছন্দহীন দিনের


অপেক্ষায় যেন বুঁদ হয়ে আছি


ফিরিয়ে দাও..


আরো কয়েকটা দিন      ছন্দহীন জীবন


এ ঘোর‌ তো কাটার নয়..


                     শরীর মন এখনো আচ্ছন্ন যখন!56 views0 comments