তলিয়ে যাওয়া হিরে
সুমন বর্মন
অনেক ভিড়,তলিয়ে যাচ্ছি
অনেক চাপ,হারিয়ে যাচ্ছি
মুছে যাচ্ছি অতীত থেকে
আবিষ্কার হচ্ছি বর্তমান দেখে
সম্ভাবনারা ছুট দিয়েছে
সুযোগ এর পিছে পিছে
কত কি মেশানো আছে
কত কি লোকানো আছে
মানুষের শত ভিড়ে
চকচকে কাঁচের ছটায়
রাজার ছেলেরা লাফায়
খনি তেই চাপা থাকে হিরে ।
Comments