সঞ্চিয়তার ওপর ডেয়ারি মিল্কের প্যাকেট
দেবার্ঘ সেন
এন্ড অফ ফার্স্ট সিন কাট টু শীর্ণ মেধার ভীড়
স্বপ্নে কোনও মস্তিষ্ক আসে না
দু' এক ছটাক শীত এসে পড়ে
অবেলার দিকে বয়ে চলে যায় ভাতের মাড় ও এক
তীব্র ক্ষুধার্ত পেটের ছায়া
সূর্যাস্ত যত কাছে আসে, ছায়া ততই বাড়তে থাকে
পৃথিবীর শেষ আলো চিবিয়ে খায় সেই ছায়া
কান ধরে উঠবোস করে আগুন
আত্মপ্রকাশের মায়ায় বিচ্ছিন্ন হয়ে যায় নক্ষত্র - শরীর।
ক্লান্ত বিছানা ভাবে
আমার কেন মৃত্যু হয় না
ঘরের উষ্ণতায় ক্যাডবেরি গলে যায়
গলে গলে ছিনতাই করে বায়ু
তারামণ্ডল গর্ভবতী হলে
স্বর্গরাতের বিমূর্ত স্নিগ্ধতায়
হেঁটে যায় জোনাকি।
( ক্রমশ... )
コメント