শ্রাবণী গুপ্তের একটি কবিতা

চালের মাপ
শ্রাবণী গুপ্ত
আমি জানি অসম্ভব ব্যস্ততার মধ্যে দিয়ে
কাটছে তোমার দিন
আমি জানি অসম্ভব যন্ত্রণার মধ্যে দিয়েই
কাটছে তোমার রাত
তবু দিন দিন এই যে বদলে যাচ্ছ তুমি
বদলে যাচ্ছে তোমার হৃদয়
একে কি আলো অন্ধকারের দুয়ার বলব ?
নাকি এভাবেই বদলে যায় পৃথিবীর যাবতীয় পাতা ?
জানি দুঃখ কোন বড় কথা নয়
আজও তাই তোমার অপেক্ষাতেই ফুটতে থাকে জল,
আমিই কেবল চালের মাপ বুঝতে পারি না ।