শ্রাবণী গুপ্তের একটি কবিতা
- agantukpotrika
- Jun 5, 2021
- 1 min read

চালের মাপ
শ্রাবণী গুপ্ত
আমি জানি অসম্ভব ব্যস্ততার মধ্যে দিয়ে
কাটছে তোমার দিন
আমি জানি অসম্ভব যন্ত্রণার মধ্যে দিয়েই
কাটছে তোমার রাত
তবু দিন দিন এই যে বদলে যাচ্ছ তুমি
বদলে যাচ্ছে তোমার হৃদয়
একে কি আলো অন্ধকারের দুয়ার বলব ?
নাকি এভাবেই বদলে যায় পৃথিবীর যাবতীয় পাতা ?
জানি দুঃখ কোন বড় কথা নয়
আজও তাই তোমার অপেক্ষাতেই ফুটতে থাকে জল,
আমিই কেবল চালের মাপ বুঝতে পারি না ।
コメント