জানলায় রোদ পড়লে
শ্রাবণী গুপ্ত
জানলায় রোদ পড়লে
আমার ছেলেবেলার কথা মনে পড়ে
মায়ের বাসন মাজার শব্দ আর মিহি রোদ মিশে
বাড়ি জুড়ে যেন এক উৎসবের মেজাজ
তখনও কাঁসার বাসনে
সূর্য নিজের মুখ দেখে উল্লসিত হত
জানলায় রোদ পড়লে
আমার সে সব দিনের কথা খুব মনে পড়ে
মনে পড়ে এক বুড়ি দিদুন
মাঝে মাঝেই ঘরেভাজা মুড়ি দিতে আসত
তার ফোঁকলা দাঁতের ফাঁকে
কাঁসার থালার মত আলো গলে গলে পড়ত
মুড়ি ভাজতে যে তাপ লাগে তাই যেন গিলে খাচ্ছে
কিছু মুড়ি ছড়িয়ে পড়ত উঠোনে
কিছু তার কোলে
তখন শুরু হত যেন চেনা কোন উৎসব ।
Commentaires