Aমেঘ বৃষ্টি ঝরিয়ে কি গান গায় আমাকে ঘিরে
গোলাম রসুল
যে জলধারা বয়ে যায় সন্ধ্যায় তাই দিয়ে আমি লিখি
জলের সাগর
উত্তাল হয়েছে ডাঙা
আমি সেই দ্বীপ
ভেসে যাই চাঁদের মতো
সংগীতের সুরের মতো মেঘ বৃষ্টি ঝরিয়ে কি গান গায় আমাকে ঘিরে
যদি ওই বৃষ্টির ফোঁটা মাটি থেকে হাত বাড়িয়ে আমাকে ডেকে নিত
মাটির ভেতরে আপন করে রেখে দিত আমার হৃদয়
জলময় ঝিঁঝিঁ পোকা
জোনাকির আলো
শেষ হারা কত নির্ঝর
কিভাবে পেতে সেই একটুখানি বুক
যার ওপর দাঁড়িয়ে ওই বিশাল আকাশ
Comments