ইন্দ্রপতন
সত্যব্রত ধর
স্মৃতির আবর্ত প্রাণপণে ডেকে আনে,
পালকের জ্যামিতিক ছন্দের প্রচেষ্টা।
সুতীব্র কুয়াশায় পাথুরে জীবাশ্মের বিপত্তি,
পোষাকী সূর্যোদয়ের আড়ালে মুচকি হাসে।
টাটকা খেয়ালে শব্দ কোষের অলঙ্কার,
স্বেচ্ছাচারী প্রেমের নিরুপম রূপ আঁকে।
অস্পষ্ট জীবনের জরায়ু হতে গড়িয়ে পরা,
বিপন্ন জলকণায় সুবাসিত আদিম শিশ্ন।
নারীর অব্যক্ত নির্মম ইতিহাসে লেখা হয়,
নিত্য গৃহছাড়ার ইন্দ্রপতনের ঘটনা।
ভুবনজয়ী ক্যানভাসে পাপমুক্ত ইচ্ছেরা,
অবশেষে আকাশের মতো অমৃত।
Comments