top of page
Search

স্বাধীনতা ।। কবিতা ।। চুনীলাল দেবনাথ

agantukpotrika

আহ্বান

চুনীলাল দেবনাথ


স্বাধীন ছায়াগুলো আজ

উন্মুক্ত নীল আসমানে

শুধু লোলুপের ডানামেলে

ওড়ে আর লাভের অন্তঃসারহীন

পুঁটলি নিয়ে ঘুরে বেড়ায়

অকর্মণ্য ঢেঁকিরদলেরা

অথচ তাদের পিতৃপুরুষেরা ছিলো

বীর মায়ের সন্তান

রক্তে ছিলো অফুরন্ত সারকিউলেশান

ভেঙ্গে দিয়ে পরাধীনতার শৃঙ্খল

উড়িয়ে ছিলো গর্বের তেরঙ্গা পতাকা

বুঝে ছিলো ফিরিঙ্গি দলেরা

এখানে বিরাজ করে



তেজী মায়ের সন্তানেরা

তাদের আজ সেলাম

তাদের চরণ ধূলো

এ মাটিতে আবার দরকার

হে মোর বীর শহীদ সন্তান

তোমাদের করি আহ্বান।

11 views0 comments

Comentarios


bottom of page