দ্রাঘিমালিপি
নীল ভাস্কর
নিথর দালানে হেলে পড়ে চাঁদ
জাতক হাসে রোজ
আপন খেয়ালে
এমন মায়াবি উঠোন ছিল কার?
স্থবির দেহ খায় অগাধ যাতনা
কোথায় পলাতক
কোথায় ঘড়িমেঘ
লুকিয়ে শুয়ে কে দিলের দেয়ালে
নিথর দালানে
কেমন কপিকল
ঘুমোয় মরা চাঁদ অপার দ্রাঘিমায়
সাজানো বিবরে
শুয়েছে মহাকাল
সময় পায়ে পায়ে এগিয়ে চলে ফের
আদর ফুরোয় দিন
আদল মুছে যায়
অবাক কাঞ্চন খোয়াবী দোলনায়
নিশীথে কাঁপে জল
এমন চঞ্চল
নিথর একা চাঁদ আকূল দ্রাঘিমায় ।।
Comentarios