top of page
Search

১৮ই মে সংখ্যা ।। ধারাবাহিক গদ্য।। হরিৎ বন্দ্যোপাধ্যায়


ধুলো হাড়ের পাঁচালী --১৩


হরিৎ বন্দ্যোপাধ্যায়



হাত পা নড়লেও তা ব্যস্ততা। কোথাও যেন কেউ কাজ বলে দিয়েছে। আমি সব কাজের কাছে কৃতজ্ঞ। এতো এতো কাজ কোথায় জন্মায়? জন্মানোর আগে কে কার মুখ ঠিক করে রাখে? এসব কোনো কাজই আমি চাই না। আমার তো কোনো মুখ নেই। কাজ এসে কাকে চিনে নেবে? আমি শুধু মাঝে মাঝে দুটো কাজের মাঝখানের রাস্তা ধরে কিছুটা হেঁটে যাই। দেখি বেশ কিছু আস্ত বিকেল। কারও কোনো মুখ নেই, চেয়ারে বসে বসে বলছে "পা দোলানোটাও একটা কাজ।"



27 views0 comments
bottom of page