ফেরা
চন্দ্রা শীল
আজ এদেশে থাকার মেয়াদ টুকু শেষ হয়ে যাচ্ছে সত্যকমলের । সে বাবার শেষ কাজে এসেছিল । সেই উচ্চমাধ্যমিকের আগে মা বিদায় নিয়েছিল । আজ দু সপ্তাহ হল বাবা । যে ভিত এদেশে গড়া হয়েছিল তার শিকড় আজ অন্য দেশে ছড়ানো । ছড়ানো শিকড় গোটাতে চাইলেও পরিস্থিতি সঙ্গ দেয় না । তবু ও বিদেশে নিজের দেশের লোক দেখলে কোথাও মনটা চিন চিন করে ওঠে । মনে মনে আন্দাজের খেলা চলতে থাকে ইনি ও কি বাঙালি ?
এত বছর হয়ে গেল এই দেশে ।
আজ ফেরার বেলায় মনটা ভারী হয়ে আছে তার । এই মাতৃভূমি ছাড়া এই দেশে তার আর কিছুই নেই সবই ধীরে ধীরে স্মৃতির অতলে ।
সেই ছোটো বেলায় শোনা গানটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে ...
" আমার এই দেশেতে জন্ম যেন,
এই দেশেতে ই মরি "
আর কি শেষ দিনে মাতৃভূমিতে ফিরে আসা হবে তার ... তার এই দেশের মাটির বুকে । শিকড়ে ফেরা ও এত সহজ হয় না সত্যকমল আজ যেন নতুন করে অনুভব করে ।
Comentarios