top of page
Search

১৮ ই মে সংখ্যা ।। কবিতা ।। মুকলেসুর রহমান

agantukpotrika

সাঁওতালি মেয়ে

মুকলেসুর রহমান


তারপর!দুপুরের বাতাসে দুঃখ গুলো কোথায় যেন ভেসে গেল,

ভাঁটার চুল্লির থেকে বেরিয়ে আসে এক সাঁওতালি প্রেম।

তাঁর, এলো পাথালি  কালো ঘন চুল

ধুলো-মলিন ধূসর চেহেরা কি যেন বলতে চাইছে।

আমার চোখে কোন লজ্জা ছিলো না

বরং দীর্ঘ সময় ধরে তাকিয়ে ছিলাম।

নরম শরীরের উপর  ঘামের আস্তাবল

কি ভাবে জন্ম দিচ্ছে প্রেম

আমি দাঁড়িয়ে দেখেছি ঠিক সন্ধ্যার আগ পর্যন্ত।

আমার চোখ জুড়ে সমস্ত টায় যেন  সাঁওতালি প্রেম

এবং দেখতে থাকি কিভাবে কালো চুলে রাতের মতো অন্ধকার নামে।



19 views0 comments

Comments


bottom of page