ক্ষমতার দম্ভ
মোহিত ব্যাপারী জোর যার মুলুক তার। এই জগতে এটাই নিয়ম চিরকাল। সৃষ্টির মুহূর্ত থেকে আজও বর্তমান। বাস্তুতন্ত্র কিংবা জীবনচক্র জীবনের দায়ভার। দুর্বল চিরকাল শক্তিমানের রসনার আধার। মানুষের সমাজে মানুষই বর্বর। পরিবার থেকে দেশ সবেতেই শক্তির খেলা। দুর্বলকে দাবিয়ে রাখার চেষ্টা অব্যাহত চিরকাল। শক্তিমানের কাছে স্বেচ্ছা বিসর্জন হল আত্মত্যাগ। আত্মত্যাগী তুমি মহামানব চারিদিকে জয়জয়কার। পাওনা আদায়ে প্রতিবাদী হলে তুমি মহা শয়তান। রাষ্ট্র কিংবা ব্যক্তি শাস্তি দেবে তোমায়। নিষ্পেষিত নিপীড়িত সব হারাদের দল, ধীরে ধীরে একদিন গড়ে তোলে সংগটিত মহাবিপ্লব। শক্তিমানের লাঠি গুলি জলকামানের নীচে শুয়ে থাকে অজস্র জনতার লাশ। মহাবিপ্লবের পরে নতুন ভোর আসে। নতুন শক্তির সূর্য উদিত হয়। সেও সেই একই পথে হেঁটে যায়। আইনের চোখে সকলই সমান, বইয়ের পাতাতেই কেবল শোভা পায়। শক্তির ঔদ্ধত্যের ভিড়ে নৈতিকতা হারিয়ে যায়। জোর যার মুলুক তার। এই জগতে এটাই নিয়ম চিরকাল। আদিমতা মজ্জাগত আদিম থেকে বর্তমান। শিক্ষা দীক্ষা সবই বাইরের প্রলেপ। অন্তরে সব বিষের জ্বালা। ব্যক্তি স্বার্থ ক্ষুণ্ণ হলে বুঝতে পারি, ন্যায় নীতি শোভনতা যায় জলাঞ্জলি। অশিক্ষা আর শিক্ষা তখন সমতায় বিরাজ করে। সবাই মিলে আদিমতার মহোৎসবে মাতে।
Comments