top of page
Search

২৩শে এপ্রিল সংখ্যা ।। কবিতা ।। সুমন্ত কুন্ডু


নিজস্বী

সুমন্ত কুন্ডু


কার কাছ থেকে পালাবে

যার কাছেই ফিরে আসতে হবে বারবার !

কার চোখে লুকোবে

যার চোখেই দেখতে হবে বারবার !

গোটা পৃথিবীর ওপর পর্দা ফেলে দাও,

আবরণে ঢেকে দাও সব মায়াপথ।

নির্জন – নিদারুণ রকমের নির্জন

শুধু একা তুমি, তবু নিস্তার নেই

তুমি নিজেই নিজেকে দেখছ, নিজেই নিজেকে মাপছ

আর নিজের সামনেই লজ্জায় মাথা নামাচ্ছো ।

তোমারই বিচারালয়

তুমিই বাদী, তুমিই প্রতিবাদী, তুমিই ফরিয়াদি

তুমিই বিচারক –

চোখ বোজ, হারিয়ে যাও, মুছে ফেলো, ফেলে দাও

তবু তোমার কাছ থেকে তোমার নিজের মুক্তি নেই কিছুতেই ।



36 views0 comments

Comentarios


bottom of page