top of page
Search

২৮শে মার্চ সংখ্যা ।।কবিতা ।। রাজকুমার ব্যাধ


সঙ্গীত


রাজকুমার ব্যাধ



ছিঁড়ে ফেলো -

ছিঁড়ে ফেলো নীতিভ্রষ্ট মুখের মুখোশ যত

এই সংগ্রাম আজ অব্যাহত !

দেখো শুধু লাঞ্ছিতরা বঞ্চিত দিকে দিকে

ওই দেখো প্রতিবাদের নিশান হয়নি ফিকে

জনরব রাজপথে তুলে ধরে দুর্নীতিকে

দিনে দিনে জনমন কেবলই হয় জাগ্রত !!


আর কোনো প্রলোভন পারে না খেলায় নাচাতে

ক্ষমতা তো থাকবে না রে সর্বনাশের হাতে -

জনমন জাগে নতুন চেতনে

মাতোয়ারা স্লোগানের মাতনে

কী বিস্মিত জনমন জাগে সতত তত !!


জয়ের লক্ষণ আসে ফিরে

কী আনন্দ প্রাণে সাড়া দেয় উন্নত শিরে !

লোভীদের চিৎকার ! দেখো রে দিশাহারা

হুঁশিয়ার সর্বহারা হয়ে হবেই পাগল পারা

জয়ের অভিযান দুয়ারে দুয়ারে ;

ভেঙে দিও রয়েছে দুষ্টের যা কিছু মন্ত্রণাগার

বুঝে নিও মনোমুগ্ধকর আলোকে অধিকার

বজ্রকন্ঠ সোচ্চারে দৃঢ়তা দেখি যে এবার

বুঝি তাই আরো গাঢ় আন্দোলন ওই আগত !!



5 views0 comments

Comentarios


bottom of page