২৮শে মার্চ সংখ্যা ।। কবিতা ।। গোলাম রসুল
- agantukpotrika
- Mar 28, 2023
- 1 min read

দিন রাত্রি
গোলাম রসুল
অবশেষে পাথর এবং জলের সঙ্গে মিশে যাই
এখন আমি জল আর পাথর
দিন রাত্রি একটি ফাঁপা শব্দ ভেসে বেড়ায়
আর তার প্রতিধ্বনি শোনা যায় সর্বত্র
আমরা ফিরে আসি
দেখি দুঃখের কিনারায় আকাশ
জানি না কে রক্ষা করবে আমাদের জীবনের হাত থেকে
যখন আমরা শূন্যের দিকে এগিয়ে যাই জোরে ধাক্কা লেগে কাঁপতে থাকে
গভীররাতে একসময় নক্ষত্রের উঠোনময় বৃষ্টি নামে
কবিতা, অনুগল্প, মুক্তগদ্য পাঠাতে চাই