
দিন রাত্রি
গোলাম রসুল
অবশেষে পাথর এবং জলের সঙ্গে মিশে যাই
এখন আমি জল আর পাথর
দিন রাত্রি একটি ফাঁপা শব্দ ভেসে বেড়ায়
আর তার প্রতিধ্বনি শোনা যায় সর্বত্র
আমরা ফিরে আসি
দেখি দুঃখের কিনারায় আকাশ
জানি না কে রক্ষা করবে আমাদের জীবনের হাত থেকে
যখন আমরা শূন্যের দিকে এগিয়ে যাই জোরে ধাক্কা লেগে কাঁপতে থাকে
গভীররাতে একসময় নক্ষত্রের উঠোনময় বৃষ্টি নামে
কবিতা, অনুগল্প, মুক্তগদ্য পাঠাতে চাই