নারীজন্ম
তৈমুর খান
তোমার জানালায় চাঁদ এসে উঁকি দেয়
তোমার দরজা খোলে সূর্য
তোমার মাথাভর্তি নক্ষত্রফুল ফোটে
একটি নারীজন্ম পার করে দাও তুমি
আমার আকাঙ্ক্ষাগুলি এবর্ষায় নির্মাণ করেনি নৌকা
কী করে পার হবে এপার ওপার যুগ ?
সাঁতারবিহীন প্রবল জোয়ারে ভেসে যাবে সম্পর্ক
তুমি আকাশের ওপারে আকাশ সাজাবে
ডমরুধর এসে বসবে তোমার আকাশে
নিত্য পদ্ম ফুটে উঠবে রাশি রাশি
পূজায় আনন্দ প্রাণ ভরে যাবে
তুমি বিছানা পাতবে অনন্ত শয়ন ঘরে
একটি পৃথিবীর ভেতর আর একটি পৃথিবী জন্ম নেবে
খুব ভালো লাগল