top of page
Search

২৮শে মার্চ সংখ্যা ।। কবিতা ।। মামুন বাদশা


ফিরে এসো প্রিয়তমা

মামুন বাদশা



ছবি কবে হাড় মাংস হবে, হে আমার প্রিয়তমা

আমার যে বুক ব্যাকুল আগ্রহে চেয়ে রয়।

চোখ ভুলেছে নিদ্রা বহুদিন হলো

স্পন্দন তোমার কথা কয়।


হে আমার প্রিয়তমা ফিরে এসো

এই প্রেমিকের খোলা জানালায়।


হে আমার সুখেশিনী অপ্সরা

সহস্র সন্ধ্যা তারা ভিড় করেছে তোমার উঠোনে।

কথা কউ একবার, বহুকাল তোমার অপেক্ষায়

তোমার চুলের উন্মাদ গন্ধ ছড়িয়ে দাও বসন্ত শুভেচ্ছায়।


হে আমার প্রিয়তমা ফিরে এসো

এই প্রেমিকের খোলা জানালায়।


হে আমার প্রাণপ্রিয় রূপবতী বন্ধু

কোমল মনখানি সপে দিয়ে দেখো

ভালোবাসা পাবে বৈকি হিসেব পাবে না

সংসার করো, এই ঘর তোমার অপেক্ষায়।


হে আমার প্রিয়তমা ফিরে এসো

এই প্রেমিকের খোলা জানালায়।





2 views0 comments

Comments


bottom of page