ছি:
সবুজ জানা
'ছিঃ' শব্দটি উচ্চারণ করতে শক্ত মেরুদন্ড দরকার
গন্ডারের দেহে বিরল প্রজাতির ইস্পাত
পা চাটে না
অকপট বলছি, তোমার তা নেই।
'ছিঃ' শব্দটি উচ্চারণ করতে শক্ত মেরুদন্ড দরকার
সহ্য করতে করতে ধোঁড়াসাপের দর্শণে বেড়ে ওঠা করুণাজীবি
আড়চোখে পরিস্থিতি স্ক্যান করা মধ্যবিত্ত ভেজাবেড়াল
রাজার শেন দৃষ্টির বশ্যতায় লেজ নাড়ো...লেজ নাড়ো...
ঝাঁক বা ভীড়ে হারাতেই স্বচ্ছন্দ বোধ করা খরগোশ তোমায় কেউ দেখতে পাচ্ছে না......
মিডিয়া না, রাজা না, মানুষ না, সময় না,
এমনকি তোমার বিবেক ও না!
'ছিঃ' শব্দটি উচ্চারণ করতে শক্ত মেরুদন্ড দরকার
আচ্ছা তুমি দুদুভাতি খেলয়াড় না এটা তোমার ছদ্মবেশ
জানি তোমার সহ্যসীমা মৃতদের মত অসীম হিমায়িত
আগুনের ছ্যাঁকা তাই হার মানে অপরিবাহী এলিমেন্ট।
গোবেচারা, তোমার জন্য রইল সাদামাঠা শুভকামনা।
'ছিঃ' শব্দটি উচ্চারণ করতে শক্ত মেরুদন্ড দরকার
সময়ের জাদুকর, শুধু একটা বিনয়ী অনুরোধ আছে,
স্যালাম্যানডারদের পাশ কাটিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে
যদি তোমার সাদা কাপড়ে কাদার কালো ছিটে পড়ে
ছি: বোলো না প্লিজ
তোমাকে বেমানান লাগবে! সত্যি বেমানান লাগবে!
コメント