সম্পর্কের গোলকধাঁধা
প্রদীপ মণ্ডল
রক্তের লৌহে জং ধরলে ;
রক্তের লালিমা ধীরে ধীরে কমতে থাকলে ;
রক্তের সম্পর্কগুলো সিঁন্দুক ভেঙে পালাতে চায়।
ভাই'য়ের রক্তে ভাই'য়ের হাত রঙিন হয়।
ভালোবাসায় 'ভালো'র পরিমাণ কমে গেলে ;
'বাসা' কেবল রয়ে গেলে ;
সম্পর্কগুলো 'ভালো'হীন হয়ে অকল্পনীয় দহণ যন্ত্রণায় স্থিরতা হারায়।
পরিণামে, ফিঁকে রক্ত শিরায় নিয়ে আশ্রয় খুঁজতে বাধ্য হয় অন্য কোথাও অন্যখানে;
নতুবা বৃদ্ধাশ্রমে।
আবার, ভালোবাসায় 'ভালো'র পরিমাণ বেড়ে গেলে;
'বাসা' হেরে গিয়ে মানসিক ক্ষুদ্রতায় বিকারগ্রস্থ হয়।
পরিণামে, কখনো কখনো 'বাসা' সংশোধনাগারে দিন কাটায়।
রক্তহীন মিষ্টি কিছু সম্পর্কও আবার লৌহ'বিনে রক্তের লালিমা বাড়ায়;
'বাসা'বিনে হৃদয় মণিকোঠায় আশ্রয় নেয়।
সম্পর্কের এই টানাপোড়েনে ;
গোলকধাঁধার পঙ্কিল গোলকে ঘুরতে ঘুরতে ;
সম্পর্কগুলো কেমন যেন অসহায়,
নিজের সংজ্ঞা নির্ধারণে নিরুপায় !
Comments