সই
সুবর্ণা ঘোষ
পাটভাঙা জানালা এসে পড়েছে
পুরোনো বিছানার এক কোণে,
পূবের বারান্দার একদম ধার ঘেঁষে
বেড়ে উঠছে যে সবুজ পাতা
তার প্রতিটা শিরায় লিখে রাখা আছে
দিন ক্ষণ তারিখ।
বয়সের গাছ পাথর ডিঙিয়ে
উপচে পড়ছে আয়ুরেখা।
যত হাওয়া দেয় তত মনে পড়ে যায়
অভিযোগ আর অভিমান
সমান সমান হলে
তবেই পূর্বরাগ পূর্ণতা পায়।
তবেই মেঘ জমে আসে ফুল-বাগানে
জল জমে যায় খানিক।
ছবি আঁকি
মুছে ফেলি
আবার আঁকি
আর মুছি না
আলপথের হাত ধরে
বৈশাখ ডেকে আনে ধানক্ষেত।
ছুটির হাওয়ায় বন্ধু গানের সুর...
একা প্লাবন গুনতে গুনতে
সই পাতিয়ে ফেলি আমরা।
Comentários