বিশ্বাস অবিশ্বাস
হামিদুল ইসলাম
পায়ের পাতায় প্রাচীন পদক্ষেপ
গুণে গুণে পা ফেলি
নস্টালজিক জীবন ঘরে বন্দি। এখনো সূর্যের প্রখর উত্তাপ ।।
কিচেনের কার্নিসে তখনো নিঃসঙ্গ রোদ
অবাধ্য দুপুর
কচি কচি পাতা পুড়ে পুড়ে হয়ে যায় হাওয়া। কখনো বা ইয়াস ।।
ঝড় জলে একাকার
সন্ধ্যা নামে সমুদ্র পাতায়
গভীর অপ্রত্যাশায় তবু ফেলে আসি আপন বসত বাটি ।।
আমরা প্রতিদিন আস্তিক সাজি
আমরা প্রতিদিন নাস্তিক সাজি
আসলে আমরা অনেকেই ধীরে ধীরে নাস্তিক হয়ে যাই ।।
আলেয়ার আলোয় খুঁজি
এক পশলা বৃষ্টি
বৃষ্টি নেই তবু বারবার ভিজে যায় নাস্তিক সড়কের ক্ষত ।।
আমরা আদতে ঈশ্বর দেখি না
শুনি তার কথা
কথার গভীরে শোনা কথা প্রতিদিন মানুষের বিশ্বাস হারায় ।।
Comments