top of page
Search
agantukpotrika

৪ঠা জুন সংখ্যা ।। ধারাবাহিক দীর্ঘ কবিতা।। দেবার্ঘ সেন


সঞ্চয়িতার ওপর ডেয়ারি মিল্কের প্যাকেট


দেবার্ঘ সেন


গ্রহতারা আঁকে কি আঁকে না

তা ঠিক জানি না

তবে দুটো ' ব  ' দিয়ে এখন একটু বেলা বোস বাজুক

রকমারি ব্যবসার মোড়ক হিসাবে

ব্যবহৃত রবীন্দ্রনাথের থেকে,

এ অবকাশ আমার কাছে

অনেক বেশি স্বস্তির..

আমার ব্যক্তিগত বিশ্বাস প্রতিবাদে ছিল না কোনওদিন,

বরং অনেক বেশি বিশ্বাস রাখি আমি প্রতিরোধে।


প্রতিরোধ আড়ম্বরহীন

প্রতিরোধ আমাকে পরিমিত করে

ভালো লাগা আর ভালো না লাগার বিভেদরেখা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই পাহাড়ের স্তব্ধ কোলে।

গিয়ে দেখি,

টেবিল ল্যাম্প থেকে আলো পড়ছে

মানুষের দলগত হিংসার ওপর,

যুদ্ধের ওপর...

( ক্রমশ...)



56 views0 comments

Comentarios


bottom of page